পরিযাণ
মাটির বুভুক্ষা দখল ছাড়েনা, অথচ অন্য দলেরও গায়ের জোর কম নয়।
শিকড় উপড়ে তুলতে টানাহেঁচড়া। আঙ্গুল টাটিয়ে ওঠে,
ছিঁড়ে যায়, ছড়ে যায় পায়ের পাতা।
মাটি সরে, সরে সরে যায়, মায়ের মমতা যেন ফাঁকি দেয়।
বিশ্বাসের গন্ডি পার হয়ে অবাস্তব এক বিয়োগের শূন্যভূমি,
শরীরে কম্পন, স্নায়ুদের ভূতনৃত্যে মাথা টলমল,
কাঁপুনিতে ভয় ধরে, কোন অপদেবতার ভর, নিজেকে হারিয়ে ফেলি
অচেনায়, কোথায় চলেছি ঠিকানা কোথাও নেই।
বারবার শিকড় উপড়ে ত্রিশঙ্কু আমাকে ওরা নিয়ে যায়
কখনও এখানে, তারপর অন্য অচেনায়,
আর বারবার শূন্যপথে চেনা মাটি স্নিগ্ধ স্নেহ জড়ায় শিকড়ে।
সান্ত্বনার বাণী ভাসে অচেনা আকাশে,
যেখানেই থাকি নাই বা থাকি, বিদায় নেব না,
কখনও নেব না, স্মৃতির আপন ঘর থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন