পাতা ঝরে হৃদয়ে, এখন কি হেমন্ত!
শূন্য মাঠের হাহাকার, বিধবা-সিঁথির মতো।
এখন হেমন্ত।
বিষণ্ণ বাতাস দেখ দিশাহীন
মৃদুস্বরে বলে যায়
গত জন্মের স্বপ্ন-বেভুল প্রলাপ।
নদীপারে দাঁড়িয়ে স্তব্ধ গাছটি
অজানা সংশয়ে দ্বিধা থরথর
একটা একটা পাতা খসিয়ে
অশ্রুর দিনলিপি লিখে যায়।
নিলাজ কৃষ্ণচূড়া রক্ত ঝরিয়ে হাসে
বলে ওঠে, বসন্ত- ওগো বসন্ত!
বেহায়া জানেনা
আমার হৃদয়ে আজ হেমন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন