সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

জগন্ময় মজুমদার-এর কবিতা

তিরন্দাজ

তাকে ভেদ করা যায় না জেনেও তির ছুঁড়ি।
বারবার ফিরে আসে
আমাকেই বিদ্ধ করে তির।

দূর থেকে তাকে খুব অস্হির লাগে
তিনিও যে হারতে পারেন ধারণা ছিল না।

জেতার অভ্যাসে স্বভাব পাল্টায়
নিজেকে অপরাজেয় ভাববার মতো পরাজয়
কিছু নেই।

বিদ্ধ হয়েও বেঁচে আছি
তার অবাক আমাকে করে না অবাক।

আমি আমার তিরের মুখে মাখিয়ে রেখেছি মধু

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন