প্রার্থনা
ঈশ্বর যখন অসুস্থ হোন
মলাটের পিচ্ছিলতা পাল্টে যায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
সূর্যের নাম কালো হয়ে যায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
দিশাহারা পাখি নীড় হারায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
থমকে যায় স্রোতোস্বীনি
ঈশ্বর যখন অসুস্থ হোন
অশ্রুতে অশ্রুতে ভেসে যায় চোখ
ঈশ্বর তুমি ফিরে এসো
আপন খেয়ালে ফিরে এসো
জাগ্রত হোক সমস্বরের প্রার্থনা
করজোড়ে আছি
ঈশ্বরের দরজায় ঈশ্বর যেন চুরি হয়ে না যায়....
বেশ।
উত্তরমুছুন