সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

শুধু এক বিন্দু আলো

কবোষ্ণ অন্ধকার নামে ধীর পায়ে.....
গাল ভরা স্মিত হাসি নিয়ে ;
গোধূলি এগিয়ে চলে ......
আলো-আঁধারের হাত ধরে। 

মায়াবী স্বর্ণালী আলোর স্রোতে 
নিঃশব্দে ঘরে ফেরে ক্লান্ত পাখিরা .....
মুহূর্তগুলো হারিয়ে যায় গহিন অন্ধকারে-- 
আমার প্রাণোজ্জ্বল ঐশী চেতনাগুলো 
এক বিন্দু আলো চায়, শুধু অন্তরের 
নিবিড় তাগিদে। 

 

1 টি মন্তব্য: