বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

কাজল সেন-এর কবিতা

জটিলতা

 

কতটা জটিল হলে জটিলতার মানে বোঝা যায়

খুলে ফেলা যায় তার জটিলতর বয়নের ফাঁস

বয়স তো বেড়ে যায় বয়সের নিজস্ব দোষে

লাউডগা খুঁজে ফেরে তার উচ্চতার সঠিক ঠিকানা

 

অনেক তো হলো খেলা অনেকটা নির্বিবাদী খেলা

ধুলোয় গড়িয়ে গেল কাঁচা আমের শৈশববেলা

জিতে যেতে চায় না কেউ হেরে যেতেও বড়ই অবহেলা

সরলতা মাথা খুঁড়ে মরে বাড়ে জটিলতা

 

এমন তো বলেনি কেউ সময়ের কোনো দায় নেই

দায়বদ্ধতা তারও আছে নিজস্ব সময়ের কাছে

জটিল বাক্য থেকে জটিল বাঘবন্দী খেলা

কার যে কতটা চাল প্রাপ্য থাকে ধানের দৌলতে

 

একটু একটু করে পেরিয়ে এসেছি আমি কত জলাশয়

জল শুধু জানে জলের নাব্যতা কতটা কোথায়

যৌবন বয়ে গেলে কলমী শাকের বেলা বাড়ে

জটিল অঙ্কের প্যাঁচে তবু জটিলা সুন্দরী নাচে 

 

 

1 টি মন্তব্য: