শনিবার, ১ অক্টোবর, ২০২২

সৌমিত্র চক্রবর্তী-র দীর্ঘ কবিতা

ভাতের গন্ধ

কোনো কিছুই ব্যক্তিগত নয়
আহাম্মকের মাথায় ভর্তি একের পর এক
গুনতির বস্তা এখন রাষ্ট্রের সম্পত্তি,
সমস্ত দ্বৈত ও অদ্বৈত দ্বন্দ্ব
ক্রমশঃ বেড়ে যাওয়া ধর্ষকাম
অন্ত্র থেকে জরায়ুমুখে সূচের বিছানায়
ছটপট করতে থাকা নাদান কিশোরী 
আর বন্ধ এটিএমের খাঁজে
কাকুতি লুকোনো বলিরেখা
একদিন যারা বাঁচতে চেয়েছিল।

আরেকটা নির্ঘুম রাত পেরিয়ে গেলে
নিজের অজান্তে রাতচরা পাখি হয়ে যাই,
তৃতীয় প্যাকেট সিগারেট শেষ হয়ে গেলে
অ্যাশট্রেতে তাকিয়ে থাকে অন্ধ আগুন:
সেদিনের বৃষ্টি ভেজা মাসুল
একশো দুই তিন গুনতে গুনতে বোবা
থার্মোমিটারের হার্ডল টপকায়
জ্বরতপ্ত ঠোঁট চেপে ধরে বালিশের
শেষ ঠান্ডাটুকু শুষে নিতে চাইলে রক্তচোখ
রাত্রি ধমকায় কাঠফাটা বিকট আওয়াজে।

মেয়েটার ব্যথাক্লান্ত শরীর পড়ে থাকে
লোহার খাটের এক পাশে প্রাচীন মমি হয়ে,
কামুক হাতের সংখ্যা কেবলই 
গুনতিতে বেড়ে ব্যঙ্গ করে নিখুঁত ভোগব্যবস্থাকে
চন্ডীদাসের রজকিনী শতভোগ্যা হয়ে উলঙ্গ জ্ঞানহীন
পড়ে থাকে পুকুরের আগাছা আড়ালে।  

রাত্রি গড়িয়ে যে সকাল আসে
সেখানে সূর্য আসে না, শুধু জলবাস্পের উনকোটি
চৌষট্টি ভয়াল ছায়া উড়ে বেড়ায়
অন্ধকার আরও জম্পেশ শিকড় ছড়ায়;
প্রয়োজন ফুরিয়ে গেলে এঁটো বাসনা
পড়ে থাকে বন্ধ ভ্যাটের দুর্গন্ধী চৌহদ্দির বেড়ায়,
পার্লার ফেরত ফ্লুরোসেন্ট আলো অবজ্ঞায়
লাথি মেরে সরায় বিগত জন্মের 
অকালে খুন হয়ে যাওয়া যাযাবরী প্রেম,
সূর্য ভয়ে পিছিয়ে যায়, রাত্রি জেঁকে বসে সকালের গায়ে।

কান্নার শেষ জলটুকু শুকিয়ে আসছে
চোখের কোল আর গাল বেয়ে 
রেখে গেছে অন্তিম মিনতির রঙশূন্য দাগ
যুদ্ধের ক্ষতবিক্ষত উঠানে এক পাশ
ফিরে পড়ে আছে হার না মানা আন্তিগোনে 
চারিদিকে ছড়িয়ে থাকা অজস্র সহচরের
লাশের ঠোঁটে লেগে আছে না ফুরানো
একচিলতে বাদামী হাসির টুকরো
কান্নার শেষ অক্ষর দ্রুত ফুরিয়ে যাচ্ছে আন্তিগোনে
দ্রুত সেই জায়গার দখল নিচ্ছে ভিসুভিয়াসের রাগ

কোন দূরে টুই টুই ডেকে চলে একটানা
অলীক পাখিছানা নিবিড় একাত্মন্
মাঝরাতে প্যাঁচা, রাষ্ট্রনিয়ন্তা আর সুপ্ত বিবেক
ক্যাবিনেট মিটিংয়ে বসে, যুদ্ধ শুরুর আগে
খতিয়ে দেখে নেওয়ার অন্তিম চেষ্টা
মার্ডারার আর ভিকটিমের মধ্যে কার পাল্লা ভারী:
বুরবক পাখি দিন রাতের তফাৎ বোঝে না
জ্বর বাড়ে মৃত্যুর ফিতে ছোঁয়ার আকুল ইচ্ছেয়।

দুধসাদা দুপুরের আগুনচোখ ইঞ্চি ইঞ্চি
সারাগায়ে প্রতিহত করতে করতে অক্সিজেন
কমে আসে মাথায় কোষে শিরায় উপশিরায়,
দুচোখ জুড়ে ঝাঁপিয়ে পড়ে অকাল ঘুম।
যৌবনের নিয়ম তছনছ করা সন্ধে রাত্রি সকাল
খাপছাড়া উদ্দাম তর্কাধীন বিষয় ছানবিন,
কনেদেখা আলোয় ক্রমশঃ দূর থেকে দূরে যাওয়া
একবারও ছুঁতে না পাওয়া রজনীগন্ধা মুখ,
ভরা ছিলো, আছে, থাকবেও স্মৃতিসুধায়।

ডিপ্রেশনের অখণ্ড অবসরে খড়কুটো ধরতে গিয়ে
কখনো হাতে ঠেকে যায় বৃহৎ বাওবাব,
অনেকটা বেনোজল গিলে ফেলা
অবুঝ পাকস্থলী শান্ত হয় স্থিতধী বাসায়,
অনেকটা উজান বেয়ে বোধ পরিণত হয়।
ভালোবাসি ভালোবাসি বলার মূর্খ উচ্চস্বর
ধীরলয়ে এগোয় অন্তরার নিখুঁত টানে,
মার্কুইজের সত্ত্ব জারে ডোবানো সত্ত্বা
যুদ্ধ শেষের আঁশগন্ধা রক্তের স্রোতে আন্তিগোনের লাশ
বোঝে ভালোবাসা মানে এক পেট ভাতের গন্ধ।


 

২টি মন্তব্য:

  1. সৌমিত্র চক্রবর্তী১ অক্টোবর, ২০২২ এ ১:২৮ PM

    স্বাগত রঙিন ক্যানভাস। সপরিবারে আনন্দে কাটাও উৎসব সময়। ভালো থেকো, উজ্জ্বল থেকো। শারদ শুভকামনা তোমাদের জন্য অফুরান।

    উত্তরমুছুন