হরিশচন্দ্র
আমার জীবন, নাকি ইচ্ছেগুলো
হরিশচন্দ্র হতে চায়?
স্ত্রী-পুত্র-সংসার ফেলে বিবাগী
শ্মশান-ডোম সেজে
চিতায় পোড়াব বাসনার শব
ভাবি, খুব ভাবি।
গঙ্গার বাতাসে ওড়ে ধুলো, ছাই,
ওড়ে অগ্নিকণা ––
দীর্ঘ লাঠি হাতে ঘুরি একা একা,
বুক ফাটে পিপাসায়
ছাতি ফাটে রোদ্দুরে, ক্ষুধায়
এক ফোঁটা জল চাই, আকাশে তাকাই;
দীর্ঘ লাঠি হাতে ঘুরি একাকী চণ্ডাল
নেশা লাগে, সবিস্ময় দেখি
অদূরে কবিতার অন্ন হাতে মা অন্নপূর্ণা ডাকে,
‘আয় বাছা, হরিশচন্দ্র
একগ্রাস মুখে নে’...
আমার শ্মশানভূমি কবিতার বারাণসী হয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন