সত্তা
কখনও কখনও ইচ্ছেরা সরে যায়
ধুয়ে যায় স্বপ্ন
নক্ষত্র-আকাশ সরে যায় দূরে,
অতল জলের টানে বিসর্জনে যায়
সত্তা
প্রাণহীন দেহ পড়ে থাকে তটে;
কী অদ্ভুত তবুও এই মানবজীবন
ধর্মের ঘুঁটি সাজায়, খেলে পাশা
রাজ্য জয়ের...
থাকে না শালীনতা,
প্রয়োজনে দ্রৌপদীরা ধর্ষিতা হন –––
সময়চক্রে পড়ে না তার কোনো চিহ্ন;
ফুটপাত বদলের মতন বদলায় সমাজের
মাথা, কোনও কোনও বিদ্বজ্জন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন