ভালো থেকো
আনন্দ নিয়ে এসেছ যখন
সারাটা দিন আনন্দেই থেকো
গোধূলি আলোর শেষটানে
আয়নায় দেখো তোমার মুখ
এমন তো নয় যে তোমাকে
হতেই হবে সুন্দরী শ্রেষ্ঠা
আড়ে ও বহরে
বেঁধে রাখতে হবে দুধেলা গড়ন
সেই সেবার যেদিন সাজানো হয়েছিল শুধু
আমের বাগান
দু’একটা চন্দ্রমল্লিকা শ্বেতজবা আর
নয়নতারা ফুলের বাগান
সেদিন কিন্তু কোনো প্রচলিত উৎসব ছিল না
কোনো গাছের তলায়
শান্ত বিছানায় ছিল না কোনো উদ্বেগের ঝড়
যতটা ভালো থাকলে মনে হয়
এই তো বেশ ভালো আছি
ততটাই ভালো থেকো
তোমার জন্মের পরিসরে
সন্ধ্যে হলে না হয় নিজেকে
কিছুটা গুটিয়ে রেখো আবডালে
তালপাতার বাঁশি বাজিয়ে যে যায়
রাতের অন্ধকারে সে নিজেকে হারায়
, আমার ভারি মধুর লেগেছে ।
উত্তরমুছুন