আমার ছায়া
মাঘের দুপুরে আমার ছায়া লুটোপুটি খায়
আমারই দু’পায়ের তলায়
অথচ তখন সূর্য ছিল না মাথার ওপর
বরং আকাশের দক্ষিণ পশ্চিম কোণে অনেকটা কান্নি মেরে
সূর্য চোখ মারছিল খলনায়কের কায়দায়
আমি কিন্তু নায়ক ছিলাম না কখনই
নায়িকার সন্ধানে ছিল না কোনো অন্বেষণ
গবেষণা বা চোখ মারা
অগাধ লাবণ্য মেখে যখন টলটলে টলমলে লবঙ্গলতিকা
ঢলঢলে বয়ে যাওয়া সোনামুখ সোনাবুকে প্রিয়ংবদা
আমি তখন নিমগ্ন ছিলাম দিঘির নিস্তব্ধতায়
একলা জানালায় নীরবে বয়ে যাওয়া ধ্বস্ত শূন্যতায়
কেউ কি ভালোবেসেছিল কখনও আমায়
কতটা ভালোবেসেছিল সে আমায়
পূব থেকে পশ্চিমে সূর্য বয়ে যায়
আমার ছায়া দীর্ঘ হয় না কখনও
লুটোপুটি খায় আমারই দু’পায়ের তলায়
Madhur
উত্তরমুছুন