রবিবার, ১ মে, ২০২২

সুবল দত্ত-র ঝুরোগল্প

মিডিয়া প্রেমী                         

 

ফেসবুক নোটিফিকেশন(ঘণ্টা চিহ্ন) রাত ভোর তিনটে পনেরো

রাত তিনটের সময় একটা জব্বর কবিতা পোস্ট করেছি আমার টাইম লাইনে ভীষণ স্পর্শকাতর কবিতা আমার বিশ্বাস ফলোয়ার বাদেও অজস্র লোকে কমেন্ট করবেই কবিতাটা যদি পছন্দ করে, তো আমি একটা সিরিজ করে দেব আর করবেই বা না কেন? প্রেমের কবিতা তো আমি প্রেমের উপরে একটা মস্ত প্রশ্নচিহ্ন রেখেছি যে? কিন্তু এখন যে সোয়া তিনটে কেউ এখনো লাইক অব্দি করেনি কেন? আহা! সবাই ঘুমোচ্ছে তো ঘুমোও ঘুমোও সকালে আরামসে চা খেতে খেতে দেখো বন্ধুরা আকাশ বাতাস আবহাওয়া নির্মল থাকবে ভোরে মিষ্টি স্বপ্নের রেশ থাকবে ঠোঁটে তবেই তো প্রেমের ভাব আসবে মনে? মাথা থেকে জম্পেশ কমেন্ট বার হবে আমি তো পোস্ট করা মাত্রই ছটফট করছি, হে ভগবান অনেক অনেক কমেন্ট আসুক ভাইরাল হয়ে যাক

 

হোম(ঘর চিহ্ন) ভোর চারটে

আঃ আমার কবিতাটা খুঁজে পাচ্ছিনা কেন? স্ক্রল করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখছি শুধুই বিবাহবার্ষিকী ভ্রমণ মরাহারা পোষা কুকুর বিড়াল আরো কত কি ঠিক মতো পোস্ট করেছি তো? কম সে কম পঞ্চাশজনকে ট্যাগ করেছি, তবে? এদিকে ভোর হতে চলল কারো কোনো সাড়াশব্দ পাচ্ছিনা কেউ তো আমার পোস্টটা দেখ বন্ধু? এইই যে পেয়েছি আমার কবিতা এখনো কেউ পড়েনি আজকাল কীযে হয়েছে সবার! নিজের পোস্ট ছাড়া আর কারোরটা পড়তে মন চায়না বুঝি? এই যে? আমার বউ পাশ ফিরে শুয়ে আছে, হাতে মোবাইল ধরা এখনো মাঝরাত অব্দি ফেসবুকে ছোটোছোটো ভাইরাল ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আমার কবিতা ওর পড়ার ইচ্ছে হয় না ওর কী দোষ? আধুনিক কবিতার স্বাদ কি সবাই নিতে পারে? ওই ওইযে একজন লাইক দিয়েছে কে দেখি?  যে সেই অটোচালক বিহারীভাই ছিঃ অবাঙ্গালী কি বুঝলো আমার কবিতার মর্ম? নাহ সকাল হতে চললো আচ্ছা? আমি যদি আমার স্টোরিতে পোস্ট করে দিই, কেমন হয়? না না ওটা এতো দ্রুত স্যাট করে সরে যায়,লোকে পড়বে কি আর রসগ্রহণ করবে কি? আমি বরং মেসেঞ্জারে একদেড়শো জনকে পাঠাই নিশ্চয়ই পড়বে

 

মেসেঞ্জার সকাল দশটা

অফিসে বসে আছি, টেবিলে অনেক কাগজপত্তর, নাহ কাজে মন বসছে না ভি আর এস নিয়ে নেব জানি ঈশ্বর আমাকে কবিতা লিখতেই পাঠিয়েছে আর বলেছে অনেক পাঠক সংখ্যা হোক ইহকাল থেকে চিরমুক্তি পাবি কিন্তু বারবার মেসেঞ্জার ফেসবুক খুলে দেখছি, এখনো কেউ পড়েনি কোনো মন্তব্য নেই কোনো হৃদয় চিহ্ন নেই কেবল আমিই আমার কবিতা বারবার পড়ছি দুপুর গড়িয়ে বিকেল হলো এবার কবিতাটা হোয়াটসএপ অনেককে পোস্ট করলাম যত সময় বাড়ছে তত দুশ্চিন্তা বাড়ছে কেউই পছন্দ করেনা আমার কবিতা? কেউ কি বলে দেবে ভাই আমি ঠিক কি ভুল? আমি কি অযোগ্য? নাকি তোমরা সব? নাকি আমি আমাকে দেখ আমাকে দেখ করে উন্মাদ?    

 

২টি মন্তব্য: