আকাশ ও আমরা দুই
কোনো কবিতা নয়, নেহাতই যদি পায়ে হাঁটি, ঘর কী খুব দূরে! অন্বেষার সঙ্গে কথা হয়। অন্বেষা কিছুটা পিছিয়ে পড়ে। উত্তর নেই। তবুও দূরে মনে হয় না ওকে। অন্বেষার বাড়ির পাশ দিয়ে রেললাইন
গেছে । সব চেয়ে প্রতারক মনে হয় সেটাকেই। অন্বেষার খুব অভিযোগ থাকে মাঝে মাঝে। চেঁচিয়ে বলতে চায়, পারে না। আমার চোখে ‘তিষ্ঠ বৎস’-র মুনি আছে বোধ হয়। উদাসীন সুন্দর অন্বেষা আরো সুন্দর হয়ে বলে ---“কেন বল তো আমার মধ্যে সবাই আকাশ খোঁজে”? পালটা নিই। এবার আমি আর কথা বলি না। আকাশ আমার কাছে লালে নয় , নীলে নয়। শরীরে নয়। অন্বেষার কাছে ছেলেমানুষ হয়ে পড়ি। গভীরতায় জিজ্ঞেস করি ---“বল তো প্রকাশনা কাকে বলে”? অন্বেষা হেসে ফেলে। বলে ---“আমিই তো তোমার অভিধান , না”?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন