রিসর্ট
মাথার উপর আকাশ
ভেসে ভেসে ব্রহ্মান্ড ঘুরে
পুনর্গঠন পুনর্বিন্যাস মনের নাগালে।
বল্, তোকে ছেড়ে থাকবো কেমন করে –––
সুরবাহার বাতাসে রস-শৃঙ্গারে।
চল্, মিশে যাই জলে স্থলে ঘন অরণ্যে
মেঘ-গর্জনে ময়ূর পেখম-ছটায়
কোনো ফ্রেস্কো চিত্রে।
চমৎকার ঝুলবারান্দা তুষারচূড়ায় কমলা আলোয়
সাংলাভ্যালির টেন্ট রিসর্টে
জাদুকাঠির স্বপ্ন-ছোঁয়ায় মায়াময় অবাক বিস্ময়ে
নিজেকে ভুলে যাওয়ার কি সুন্দর নির্মম উত্তর।
উত্তরমুছুনঅনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
আমরাও মায়ামুগ্ধ হলাম। কবিকে অভিনন্দন।
উত্তরমুছুনখুব সুন্দর।
উত্তরমুছুনআবদুর রাজ্জাক: পাঠমুগ্ধ।
উত্তরমুছুন