শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

প্রাণজি বসাক-এর কবিতা 

জলছাপ

একটার পর একটা প্রতি পৃষ্ঠায় একটা জলছাপ

সাধারণত চোখে পড়ে না 

তবে আলোর ঝলকে চোখে ভেসে ওঠে 


কতটা নিচে জল আর জলের কতটা গভীরে ছাপ

ছপছপ জলে পা ফেলে ফেলে দ্রবণীয় অক্ষর 

ভাষার কথা আর না- তুললাম 


একটু অদলবদল করে রোদছায়ার খেলায় যদি 

কথার পৃষ্ঠে কথা বলি 

স্পষ্ট হয়ে ওঠে প্রতিপক্ষের নিগূঢ় অভিলাষ 


চিহ্নিত পৃষ্ঠায় শিরোনামহীন বয়ানে 

জ্বলজ্বল করে আদ্যপান্ত ভাষাহীন আর্দ্র জলছাপ 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন