সন্ধ্যে হয়েছে
সন্ধ্যে হয়েছে
এবার আমরা হিসেব নেবো কতজন শহরে থেকে যাবে
যাদের ভাড়াটে শরীর
যাদের ভাড়াটে আত্মা
ঈশ্বরের কাছ থেকে ভাড়া নেওয়া
তাদের কোনো চিন্তা নেই
তারা ধার্মিক ও নয়
এখন সভাঘরগুলো নক্ষত্রের মতো নিভু নিভু
একটা কাটাখাল ময়লা বোঝাই ছায়ায় উতোল
এখনো জরিমানা দিয়ে কেউ কেউ ফিরে যাচ্ছে
তাদের পায়ে মেঘ রয়েছে
বৃষ্টি হতে পারে
আর যারা থেকে গেল অনন্তকাল
ওরা আমার মতো ক্লান্ত বাতির নিচে শুয়ে দেখবে পোকায় রূপান্তরিত হয়েছে
মনে হচ্ছে আমি একটি পোকার শহরের গল্প পড়ছিলাম
সুন্দর কবিতা 🙏
উত্তরমুছুন