এই ভালো
ভীষণ ভালো থাকার নাম যদি একা হয়,
ঘন হিম অবহেলা ঋদ্ধ করে,
অবজ্ঞায় ধুয়ে ফেলি ঝিনুকের পচা পাক,
কলমির ডাঁটিজল, পানকৌড়ির বাঁকা চোখে
সময় চলেছে জলজ পুরুষে কাঁধে,
আপাত দৃষ্টির প্রেম শূন্য -- এই ভালো ।
গিরগিটি সরে যায় পাড় ঘেঁষে -----
ভালোবাসা চিনে চিনে মেয়ে বড় হয়ে গেলো
আমি গান হয়ে গেলাম বিভোরে,
আকাশে হিমের ছোঁয়া জাগে
চতুর্দিকে খেয়ালের বশ
কে আর বশ! নিজের দিকেই রাখো আঙুলের তির
জীবন আমাকে বহু চিনিয়েছে জীবনের ধার
যা কেবল অত্যাশর্য সৌন্দর্যে অক্ষর ভাঙি
একা একা পার হই মরু ও বরফ
সঙ্গীহীন বাতাসের কেউ থাকে না
যা থেকে থাকে গতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন