পাখি
প্রতিবাদ হয়েছিল গভীর অন্ধকারে
রাতে। হেঁটে পৌঁছে গেছি সেই
পাহাড় ঘন জঙ্গল। শুকনো ক্ষতে
সমস্ত আক্রোশ মিলিয়ে গেছে ধীরে ধীরে।
সবুজ ডানার পাখি উড়ে যাচ্ছে,
ঝরে পড়ছে কিছু পালক উজ্জ্বল আরও উজ্জ্বল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন