মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সোনালি বেগম-এর কবিতা

পুতুল

 

বন্দিনীর গানে সেবাদাসীর খননচিত্র স্পষ্ট

অবাধ্য বউ পেটাতে থাকে উন্মত্ত পুরুষত্ব!

অর্থনৈতিক বঞ্চনার দায় অসুস্থ পৃথিবী

কম্পিত খড়গ যৌনপুতুল স্বীকৃত চিত্রকল্প

বীজমন্ত্রে মগজেধোলাই অবুঝ অপার কৌশল।

শক্তির বিপ্লব ঘটিয়ে দেবে অসীম অনন্তকাল

নষ্টমেয়ের জীবন নিয়ে উত্তপ্ত সমাজ-সংলাপ –––

বাঁচতে চাওয়ার নেশায় ওড়ে সব উপহাস

স্বপ্নিল ভেলা জড়িয়ে ধরে আন্তিগোনের অবয়ব।

 

1 টি মন্তব্য: