যোগচিহ্ন
যে কোনো যোগচিহ্নের দুদিকে দুটি বিপরীত খাদ্যাভ্যাস
থাকবে, এটা জোর দিয়ে বলা যাবে না। তবে
একদিকে যদি মুদ্রিত ঘুম বসে থাকে, তাহলে অন্যদিকে
উড়ে আসবে, ‘হালকা’ ‘গভীর’ ইত্যাদি বিশেষণ।
যোগচিহ্ন-ই আমাদের সন্ধান দিয়েছিল একটি রন্ধনশালার
যেখানে জলপরিদের জন্য রান্না করা হয় জন্মদিনের কেক,
আর জলপরিদের ডানায় যে জলচিহ্ন বর্তমান থাকে
সেখান থেকেই উড়ে আসে দুটি বিপরীত খাদ্যাভ্যাস।
জানুয়ারি, ৯৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন