বিলম্বিত রোদ্দুর
অনেক স্বপ্ন বিলিয়েছি সেই
ছবিটা কিনতে। আলোর
পৃথিবীর জন্য মুঠো করে ধরে রাখা
চাতকের প্রহর গুলো । উজ্জ্বল হয়ে ওঠার
লোভ পিছনে অষ্টপ্রহর খামচে ধরে,
পকেটের কোণে লুকিয়ে রাখা
বিপন্ন সময় । হারিয়ে যাওয়া বাতাস
ফিরে আসে বৈচিত্র্যময় কর্মসূচি নিয়ে।
সোনালি রঙের আভা ছড়িয়ে যাচ্ছে
বিকেলের দিকচক্রবালে ।
একটু একটু করে মুঠোয় ধরছি
না পাওয়া রোদ্দুর ।
অপূর্ব কবিতার কথা ও শব্দ চয়ন।
উত্তরমুছুনখুব সুন্দর কবিতার কথা ও শব্দ চয়ন।
উত্তরমুছুন