এ কোন গীতলতা
[প্রিয়বন্ধু সময়ের অগ্ৰগামী কবি ওবায়েদ আকাশ সমীপে]
হৃদসখা এ কোন গীতলতা
কবোষ্ণ কথারা প্রথাসিদ্ধ পৃথুলা প্রাকার ভেঙে
স্রষ্টার অষ্টকে সুরভাঁজে
আপাত- নিরীশ্বর অনির্ণেয়তায়
এক অক্ষৌহিনী অক্ষরেরা
ক্ষৌরপ্রক্রিয়ায় অন্তর্হিত হতে হতে
পঙক্তিবদ্ধ কেশবিন্যাসে স্বতঃসমর্পিত হয়
অকালপক্ক কালহীনতায়
পৃথিবীর ক্ষয়কাশে বিক্ষত প্রতিপার্শ্ব
শাহবাগের বইবেচা বাগিচায়
প্রাণোচ্ছ্বল প্রণয়সভা বসেনা বহুদিন
বিপ্রতীপ বাতাসে ধূসর পান্ডুলিপি দোল খায়
শালুকের সবুজ ডাঁটায়
অনভ্যাসের অন্তর্জালিক বার্তা
শিশিভাঙা বিচুর্ণিত কাঁচের মাঞ্জায় কর্তিত হয়ে
বন্ধ খামের সডাক গীতলতা পৌঁছে যায়
সুলতানপুরের অহিংস হিজল ঠিকানায়
কবোষ্ণ কথারা প্রথাসিদ্ধ পৃথুলা প্রাকার ভেঙে
স্রষ্টার অষ্টকে সুরভাঁজে
আপাত- নিরীশ্বর অনির্ণেয়তায়
এক অক্ষৌহিনী অক্ষরেরা
ক্ষৌরপ্রক্রিয়ায় অন্তর্হিত হতে হতে
পঙক্তিবদ্ধ কেশবিন্যাসে স্বতঃসমর্পিত হয়
অকালপক্ক কালহীনতায়
পৃথিবীর ক্ষয়কাশে বিক্ষত প্রতিপার্শ্ব
শাহবাগের বইবেচা বাগিচায়
প্রাণোচ্ছ্বল প্রণয়সভা বসেনা বহুদিন
বিপ্রতীপ বাতাসে ধূসর পান্ডুলিপি দোল খায়
শালুকের সবুজ ডাঁটায়
অনভ্যাসের অন্তর্জালিক বার্তা
শিশিভাঙা বিচুর্ণিত কাঁচের মাঞ্জায় কর্তিত হয়ে
বন্ধ খামের সডাক গীতলতা পৌঁছে যায়
সুলতানপুরের অহিংস হিজল ঠিকানায়
৩রা শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
আশুলিয়া বেড়িবাঁধ
আশুলিয়া বেড়িবাঁধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন