বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

শ্রীমহাদেব-এর কবিতা


 দোতারা

শব্দগুলো জমাট বাঁধতে চায়,তবু

কিছুতেই বুক থেকে পাথর সরেনা 

নপুংসক মন শিরদাঁড়াহীন ঠায় দাঁড়িয়ে থাকে 


শ্রাবণ গলেছে ,গিলে নিচ্ছে প্রাথমিক স্কুল

ঘন্টাদের  শব্দ আলো ডেকে আনে

তবু আগাছা কিছুতেই ছেড়ে যায় না


আমাদের মন ছিল,

মনভাঙা ছায়া ছিল

ছায়াদের শরীর মাড়িয়ে 

এগিয়ে যাবার সাহস ছিল,

আজও সময় ধরবো বলে দাঁড়িয়ে আছি

এক বুকগলা জলে,

মিথ্যে আশ্বাস দিইনি 

সংস্কার অথবা প্রবাদ তাদের নিজের মতোই বেজে গ্যাছে প্রাচীন তালে

 


আজ সমস্ত উত্তাপ শুষে নিচ্ছে বিষ মায়া

প্লাস্টিক

প্রাচীন মুখোশ থামিয়ে দিয়েছে তার প্রবাহ,

মত বদলে চলো আবারও বেরিয়ে পড়া যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন