রবিবার, ১ আগস্ট, ২০২১

ফটিক চৌধুরী-র ঝুরোগল্প


পরীক্ষা

মেট্রিক পরীক্ষায় টানা পাঁচবার ফেল করার পর আমার কাকা পড়া ছেড়ে দিলেন। ঠাকুর্দা বললেন, "ভালোই হলো, তোর পেছনে আর খরচা করতে হবে না। বাড়ির চাষবাস দেখাশোনা কর। এত জমি জিরেত, তোর অধীনে কত জনমজুর কাজ করবে। তুই কেন লেখা পড়া শিখে পরের অধীনে চাকরি করতে যাবি ?"

হাসতে হাসতে বললেন, "আমাদের জমি কি কম পড়িয়াছে ?"

 

কাকা চুপচাপ। কোনকিছুতে মন নেই। পঞ্চায়েতেরপাশেই চায়ের দোকানে আড্ডা। ওখানে যাতায়াত। কাকা পরীক্ষায় পাশ না করতে পারলেও তার ছিল দূরদৃষ্টি। পঞ্চায়েত অফিস যেতে যেতে তার বুদ্ধি খেলে গেল। ক্রমশ কাকা এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠল।

 

কাকা এখন অনেককেই চাকরি দেয়। প্রথাগত পরীক্ষায় ফেল করলেও জীবনের পরীক্ষায় সে উত্তীর্ণ।

কাকা এখন দাপুটে মন্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন