সদগতি
আকাশ মেঘলা ছায়া ছায়া ভাব
রোদের অভাব।
জানিনা সময় কত? শুধু
ঘড়ির টিক টিক বলে যায় সময়
সঞ্চরণশীল।
মৃদু মন্দ বাতাস কানের পাশ দিয়ে
বয়ে গেলে মনে হয় বেঁচে আছি।
পল অনুপল সব টলটলায়মান।
ওই যে হৈমন্তিক সকাল গালে
হাত দিয়ে বসে আছে যেন অনূঢ়া
রমনী। কত যে বসন্ত রজনী ইশারায়
ডেকে গেছে সে কথা বিস্মৃত আজ। তাই
অশ্রুকণা ঢেউ খেলে যায় এই অবেলায়। মুক্তো কণা হয়ে ঝরে পড়লে
সদ্গতি হবে একদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন