বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

অলোক বিশ্বাস-এর কবিতা


মগ্নতা কোথা হতে আসে

আগুনের পাশে বসে মগ্নতা কোথা হতে কিভাবে আসে। কিভাবে, সঘন মগ্ন তুমি, হৈচৈ হৈচৈ নিষিক্ত সীমানায়। শিকারি অস্ত্রের উৎসব লেগেছে যেকোনো উচ্চতায়। বন্ধুসম সমুদ্র আছড়ে পড়ছে সামান্য কুটিরে। হাওয়ায় হাত পা ছড়িয়ে ভাবছো আকাশ কিভাবে এতো নীল, সন্ত্রাস কবলিত গন্ধে। দুর্ঘটনাপ্রবণ ব্যবস্থা তোয়াক্কা না করে ছুটে যাচ্ছে কাঁপা হাতের সাইকেল। ভূমিকম্পের দাহ্য খবরে গানের বুক ফাটলেও যেভাবে মগ্ন আছো, দেখে আশ্চর্য হয়ে যাই। আগুনের পাশে দাঁড়িয়ে মগ্নতা কোথা হতে, কিরূপে আসে। রাতভর শব্দসন্ত্রাস, কিম্ভুতাকার সহবাস, চোখে চোখে দাঙ্গা, অপ্রাসঙ্গিক বিবস্ত্রামি  শিয়রের কাছে। কিভাবে অস্থিরতায় বসে দেখছো শান্ত আকাশ। প্রবল ঘন্টা বাজাচ্ছে ধর্মের ফেরিওয়ালা। প্রশান্তিকে ছিন্নবিচ্ছিন্ন হতে বলা সন্ত্রাসভর্তি টুপি উড়ছে। একটা মগ্নতা থেকে অন্য মগ্নতায় পৌঁছনোর পূর্বেই হয়তো তোমার ঠিকানা হতে পারে গ্যাস চেম্বার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন