বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

হাইকেল হাশমী-র কবিতা

 

স্বপ্নের ফেরিওয়ালা

 

স্বপ্ন নিবে, স্বপ্ন

বিনা মূল্যে দিচ্ছি স্বপ্ন

স্বপ্ন নিয়ে এসেছি তোমার দ্বারে

তোমার মনের গৃহে

তোমার চোখের উঠোনে

তোমার হৃদয়ের পথে

তোমার ইচ্ছার ঘাটে।

আছে সব রঙিন স্বপ্ন

সুখের গোলাপি স্বপ্ন

শান্তির সাদা স্বপ্ন

দুঃখের লাল স্বপ্ন

ব্যথার নীল স্বপ্ন

আশার সবুজ স্বপ্ন

নিরাশার হলুদ স্বপ্ন

যন্ত্রণার ধূসর স্বপ্ন

শঙ্কার কালো স্বপ্ন।

রকমারি স্বপ্নের পশরা সাজিয়ে

আছি আমি বসে

বিনামূল্যে দিচ্ছি তোমাকে

কোনটা নিবে জলদি বলো

শর্ত শুধু একটা, রাখতে হবে যত্ন করে

খুবই কোমল আমার স্বপ্ন

রাখতে হবে চোখের মণিতে

চোখ খুললে বাস্তবতার কঠিন পাথরে

চূর্ণবিচূর্ণ হয়ে যাবে স্বপ্নগুলো।

 


1 টি মন্তব্য: