গল্প
তুমি যে রাস্তা খুলে দিলে
তার চারপাশে হাত বাড়িয়ে দিল অনেক উদ্ভিদ ও অক্সিজেন,
সেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম
বিজ্ঞাপনে আঁকা নানান সুখের গল্প, মায়া-অহিফেন.....
সেই গল্পগুলি স্বপ্ন হয়ে জড়িয়ে ধরলো আমাকে,
আমলকি বনে গা এলিয়ে পড়ে থাকল তারা
সারা ঋতু জুড়ে ---
গল্পের বুনোটে খাবি খেতে খেতে
অজানা শঙ্কায় আমি
নিজের ছায়াকে খুঁজতে থাকলাম ঈশ্বরের পদতলে....
প্রতিটা চৌমাথায় এসে দিক বদল করে
ঢুকে পড়লাম অন্য রাস্তায়,
প্রাচীন বট, নাটমঞ্চ, সবুজ ধানক্ষেত, সবাই
অবাক হয়ে দেখতে থাকল আমাকে---
মনে হল, চিনেও যেন ঠিক চিনতে পারলনা কেউ ...
একপা, দুপা করে আমি আবার
ফিরে আসতে থাকলাম নিজের ভেতর....
অসাধারণ কনিতা।
উত্তরমুছুন