তোমাকে (চার)
কিছু নিরালা দুপুর
তোমার নামে উৎসর্গ করতে চাই
পিকনিক জীবনের
এসব উড়ন্ত বিকেলগুলি
ঝাঁ চকচকে রোদ আর
উষ্ণ অভিবাদন
আমার পছন্দ ছিল না কখনই
তবুও উড়ছি, নির্বিবাদে
ডানার নীচে
একটি বিরাটকার ক্ষত
জানতে চাওনি তবুও
বলে রাখা ভালো
ক্ষতটি, আমার
বড় প্রিয়
তোমার মতই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন