কামরাঙা ও একটি সবুজপাখি
সবুজ কাকাতুয়া এসে বসেছে কামরাঙাগাছটির ডালে। পাখিটির লাল ঠোঁট। বাঁকানো। মাথায় খোপা-ঝুঁটি। লাল পায়ের নখরগুলো কী আলতা মাখনো! সে ঠুকরে খাচ্ছে সবুজ কামরাঙা ফলগুলো।
দুপুরের ভারি নির্জনতা। জানালায় দাঁড়িয়ে এই দৃশ্য যখন দেখছি, তখন কলোনির ভেতর থেকে মেটে সরু রাস্তাটি ধরে একজন হেঁটে আসছে। সবুজ জামা। চুড়িদার। মাথায় দু’বেনুনি দুলিয়ে দুলিয়ে সে আসছে। কাছাকাছি এসে সে জানালায় দিকে তাকাল।
আবার তাকাল
পৃথিবীর কোথাও কিছু ঘটে গেল কি এবার!
জানালার ওপাশে কামরাঙাগাছ ও কাকাতুয়া পাখিটির কথা বেমালুম ভুলে গেলাম। চোখ বন্ধ করে অনুভব করলাম, আমার বুকের ভেতর একটি কামরাঙাগাছ। থোকাথোকা সবুজ কামরাঙা ঝুলে আছে। একটি সবুজ কাকাতুয়া ঠুকরে খাচ্ছে ফলগুলো। নখড়ে ছিঁড়ে ফেলছে সবুজ ফলের শরীর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন