সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ইন্দ্রাণী দত্ত পান্না

 


একা নির্জনতা

(কবি নাসের হোসেন-কে মনে রেখে)


যখন চলে যাবার প্রস্তুতি চলছে কবির ভেতরে
তখন আমার হাতা খুন্তি হাড়ি কড়াই কোন খবর সরবরাহ করল না।
আমি বাগানের মালিনী হয়ে ফুল থেকে পোকা ছাড়ালাম, মাটিতে মিশিয়ে দিলাম মমতা, আশ্বাস,পূর্ণতার স্বপ্ন
ভাবছি, না থাকলে কে দেবে এদের...
'
ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম...
পুষ্টি দিই সারাদিন  মুখে চেয়ে আছে যারা তাদের, ব্যস্ত মন বুঝতে পারেনি
কখন চলে যাচ্ছে অনতিদূরের রোগশয্যায় পরম বন্ধু এক আকস্মিকতার মাটিতেে মিশে যাবার প্রস্তুতি শেষ

যখন বেলা পড়ে যাচ্ছে খাদের ওধারে,
তখন  একঘন্টা দূরের আরোগ্যালয় কয়েক যোজন সরে গেছে ঘুমন্ত শরীর নিয়ে।
জেগে উঠেছে ভুলে যাওয়া কথারা, কয়েকটা না ভোলা দৃশ্য, অনেক প্রিয় মুখ –––
চলে যাবার দল
না বলে যাবার দল
আমার নির্জনতায় আমাকে প্রকৃতই একা করে দিচ্ছে রোজ।

1 টি মন্তব্য: