সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

ফটিক চৌধুরী


 ধর্মতলা থেকে বালিগঞ্জ : ট্রামে
(জীবনানন্দ দাশ স্মরণে)


ধর্মতলা থেকে বালিগঞ্জ যেতে গেলে

আমি ট্রামেই যেতাম

বসতাম ডানদিকের সিটে,আউটরাম

ঘাট থেকে অস্তগামী সূর্যের লাল আভা,

ছড়িয়ে পড়ত আমার গায়ে স্বর্ণোজ্জ্বল

লিন্ডসের মুখে অসিত পালের সেই

গ্যালারি '' তারপর জীবনদীপের কাছে

এলেই সেই গাছতলা,যেখানে প্রতি শনিবার                 

'মুক্তমেলা' : কবিতা পাঠের মুক্তাঞ্চল।

কিংবা একটা দমকা সবুজ হাওয়া

যেখানে বেকারজীবনের অনেক দুঃখ

লুকিয়ে রেখেছিলাম ময়দানের প্রতিটি ঘাসে।

 

এখন হাজরা অবধি রুটে কোন ট্রাম নেই

মেট্রো রেল কেড়ে নিয়েছে সব

তবুও বালিগঞ্জ যেতে যেতে এখনও...

কখনো বা জীবনানন্দ পড়তে পড়তে...

শুনতে পাই ট্রামের সেই শব্দ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন