সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

জপমালা ঘোষরায়


গাছের নামে ঘর

 

 ক্লিভেজ বেয়ে নেমে যাচ্ছি.... 

নেমে যাচ্ছি আরও অনেক গভীর ঢালে... 

এমনটা মনে হলে দোষ আছে কিছু

 রডোডেনড্রন

 

# যখন নেমে আসতেই হয়

খুব কষ্টে নামি, সাবধানে।

উঠে আসাতেও অপটু পা

 সোঁদা পাহাড়ের ভিজে স্তন থেকে 

কিউব করে কাটা কাটা খাঁজ....

উল্টো মুখে ঝুলে থাকা শ্যাওলা গাছ ছুঁয়ে ছুঁয়ে

আমাকে নামতে হল তোর কাছে....

এই ঢালেই ভিউপয়েন্ট নামের সেই গাছঘর।

ওটা তার ডাকনাম। 

ডাকনাম আর নামডাক এক নয় কখনো। 

 

#কতদিন কিছু দেখিনি পরম এবং প্রকৃতি..... 

ইকো-হিউম্যানিজম কপচে যাওয়া

সভা টভা শেষ করে বাক্সে ফিরে গেছি রাত হলে.... 

 

 #এদেশে মেপল তেমন আয়নার মতো

 গোটা নয় জানি তবু,

 কুচিকুচি ঝরে পড়া মেপলের নামেই

 কাঠবাড়িটার নাম হল মেপলকটেজ

 

 

পাতাঝরা সিঁড়ি উঠে যাচ্ছে..... 

ঘন থেকে ঘনক হয়ে থকথকে মেঘচুলার ঘনিমায়.... 

কেমন যেন গুহা গুহা জন্মপথ.....

 সুন্দরকে সাষ্টাঙ্গে অনুভব করলে দোষ আছে কিছু

 

বিছড়ে যাবো জেনেও একই রাস্তায় এলাম

কবি বলেছেন রাস্তা কারও একার নয় 

অথচ দ্রাঘিমা আলাদা হলে দিনমান কেমন বদলে যায় 

 

তাইনা ডোডেনড্রন?... ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন