পাথরের চোখ
আমি আমার চোখের উপরে বসিয়ে নিয়েছি
আরো দুটি চোখ, পাথরের, স্বভাবতই সবকিছু দেখতে পাব বলে নয়,
আমি কোনোকিছু না দেখে কেবল
অনুভব করতে চাই, এই জোড়া দাঁত হাঁ করে অপেক্ষা করতে চাই
আজীবন; দেখা যাক পাই কিনা।
মানুষ, আমি তোমাদের কাছে আসছি, এখন
কেউ আমাকে পথ বলে দিও না, আমি চোখের উপরে
বসিয়ে নিয়েছি চোখ, পাথরের।
(কাব্যগ্রন্থঃ ডানা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন