সম্পর্ক
সব নারীকেই পবিত্র মনে হয়
সব নারীকে।
আমাকে যে দিয়েছে এবং দেয়নি
সকলকে আমার রক্তাক্ত ভালোবাসা
দিয়ে যেতে চাই।
কোনো সম্পর্কই সম্পর্ক নয়
শুধু এক উপলব্ধি, দহন।
বুকের ভিতর পুড়ছে ধূপগন্ধ
ধাক্কা মারছে শরীরে।
একটু পরেই দগ্ধ গলিত শব
ভেসে যাবে নীল দরিয়ায়।
সম্পর্ক বলে কিছু নেই
শুধু আছে ধূপগন্ধ। আর
একটা পাহাড়ের স্বপ্ন
যা মাঝে মাঝেই ধাক্কা দেয়, যেখান থেকে
শেষ পর্যন্ত ছুড়ে দেওয়া হবে আমাকে
সমুদ্রের ফেনায়।
(কাব্যগ্রন্থঃ অপারেশন থিয়েটার)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন