সময়ের সাঁকো
দীর্ঘ তিরিশ বছর পর হঠাৎ ফোন করে
পুরনো বন্ধু বলল : আমাকে মনে আছে তোর?
সময়ের সাঁকোর এপাশে এক বিশাল
সিঁড়ির নীচে দাঁড়িয়ে আমি বিষণ্ণ চোখে
দেখেছিলাম আকাশের ছুটন্ত উড়োজাহাজ
ও রক্তলোভী ঈগলের বিবাদ, সূর্যের বিচ্ছুরিত কণা
আমার বুকের ভিতরের ঘরবাড়ি
পাষাণপুরীর মতো নির্জনতা খোঁজে,
চারপাশে ছড়িয়ে শৈশবের অমল কুসুমগন্ধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন