সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

কাজল সেন


 

চাঁদ তোমার আমার


উপপাদ্য আর সম্পাদ্যের জটিলতায়

আরও কিছু কৌণিক মুখ বহুতলের বারান্দায়

একটা ঘর তার অনেক জানালা

নির্দ্ধারিত অতিথি আসন

সংরক্ষিত শহীদ বেদী

সমাগত সন্ধ্যায় তুমি প্রদীপ জ্বেলেছিলে বৈঠকখানায়

এখন আসন্ন রাত্রি

অনেক তারার সম্মিলনে কার্তিকের আকাশ

বিকলাঙ্গ মানুষেরা বলে গেল

একদিন তারা দল্মার শিখরে ওড়াবে সাম্যের পতাকা

সেদিন কবে আসবে

কবে মুক্ত হবে সব খাঁচার পাখি

পিতৃত্বের অমোঘ দায় থেকে কবে তুমি দায়বদ্ধ হবে

কবে বলবে এই রাত তোমার আমার

চাঁদ আমার তোমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন