কবি নাসের হোসেন আসবেন তাই ভোরে উঠে
শুদ্ধ হয়ে বসেছি ।তাঁর কাছে শুনব বেহেস্তের গল্প।
জানি,আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পড়বেন
বসবেন এই সোফায়, আমার পাশে;
বলবেন একগাল হেসে - কেমন আছো? টোল পড়া গাল, বাবরি চুল
বলব -আপনি তো কোনোদিনই এ পৃথিবীর ছিলেন না
তবে কেন এসেছিলেন? কী পেলেন?
তিনি স্বভাব মতোই এসব প্রশ্ন এড়িয়ে
ডানাদুটিকে নিঃশব্দে গুটিয়ে রেখে বলতে থাকবেন-
জানো, বেহেস্তে এক অপরূপ ঝর্ণা আছে, আছে নদী
হুরি, পরি, আছে সুরা, সুরম্য বাগান
শুধু কান্না নেই,হাহাকার নেই, প্রেম নেই
ব্যথা পাওয়া নেই…
বেশ ভালো লাগলো
উত্তরমুছুনখুব ভালো লাগলো পড়ে।
উত্তরমুছুন