আমাদের মনোজ মিত্র
২২ ডিসেম্বর ১৯৩৮ - ১২ নভেম্বর ২০২৪ : মোটামুটি পরিণত বয়সেই প্রয়াত হলেন মনোজ মিত্র। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, হাসাপাতালে যাওয়া-আসা চলছিলো পুজোর আগে থেকেই। তাঁর শারীরিক অবস্থার খোঁজ রাখতাম নিয়মিত অনুজ কথাসাহিত্যিক অমর মিত্রের কাছে। আসলে বাদল সরকার, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র – একাধারে নাট্যকার-অভিনেতা-নির্দেশক ছিলেন তিনজনেই; তাই এইসব বরেণ্য নাট্যজনদের চলে যাওয়া যে শূন্যতা তৈরি করে, তা পূরণ হওয়ার নয়। প্রথম জীবনে বেসরকারি কলেজে দর্শনের অধ্যাপনা ছেড়ে পরবর্তীকালে নাট্যকার-অভিনেতা হয়ে ওঠেন এবং সেইসূত্রেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যবিভাগের শিশির ভাদুড়ী অধ্যাপক হয়েছিলেন তিনি। ‘মৃত্যুর চোখে জল’ (১৯৫৯) নিয়ে তাঁর প্রবেশ ঘটেছিল বাংলা নাট্যজগতে। ক্রমশ মধ্যবিত্ত জীবন, পুরাণ এবং দেশজ কাঠামোকে আত্মস্থ করে নাট্যনির্মাণ করে গেছেন তিনি। নাটকে, মঞ্চে ও সিনেমার পর্দায় অল্প বয়সেও বৃদ্ধ চরিত্র নির্মাণে তাঁর দক্ষতা ছিল তুলনাহীন। পার্থপ্রতিম চৌধুরীর সঙ্গে গড়ে তুলেছিলেন নাট্যদল ‘সুন্দরম্’ (১৯৫৭)।
‘বাঞ্ছারামের বাগান’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘আদর্শ হিন্দু হোটেল’ কিংবা কমার্শিয়াল সিনেমা ‘জীবন নিয়ে খেলা’ সর্বত্রই তাঁর সাবলীল অভিনয় দেখে মোহিত হয়েছি। বড় হয়ে দেখেছি তাঁকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বারভাঙা হলে ‘নাটকে মনস্তত্ত্ব’ নিয়ে বক্তৃতা দিতে, আমি তখন বাংলা সাহিত্যের স্নাতকোত্তর স্তরের ছাত্র। মনোজ মিত্রের নাটক বলতে ‘চাক ভাঙা মধু’ কিংবা ‘নরক গুলজার’-এর সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ছিল। তবে সেই পরিচয় অন্যমাত্রা পায় তাঁর লেখা নাটক ‘যা নেই ভারতে’-র অভিনয় ফাইন আর্টস অ্যাকাডেমিতে দেখতে গিয়ে। সেই মুহূর্তে তুমুল জনপ্রিয় সেই নাটক। তাই সকালে ফোনে তাঁকে বাবার (তরুণ মুখোপাধ্যায়) নাম করে টিকিট পাব কিনা জানতে চাই, বলেছিলেন, ‘হ্যাঁ ওঁকে জানি, একবার আলাপ হয়েছিল, টিকিট থাকবে, চলে এসো’। আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম দেখতে (২৬ ফেব্রুয়ারি, ২০১০)। নাটকে মহাভারতে আড়ম্বরের আড়ালে প্রান্তিকের স্বর, অবিচার-অনাচার আর প্রতাপের রক্তচক্ষুর কাহিনি নতুনভাবে শুনেছিলাম সেদিন। আবার ১৭ অগাস্ট ২০১৬-য় সল্টলেক ইজেডসিসি-তে দেখেছি, তরুণ প্রধানের পরিচালনায় ‘ভেলায় ভাসে সীতা’। ইচ্ছে থাকলেও দেখা হয়নি তাঁর ‘আশ্চৌর্য ফান্টুসি’। তবে ২০১৬ নাগাদ প্রেসিডেন্সিতে ‘যা নেই ভারতে’ আমি পড়িয়েছি, তাঁর বাড়ি গিয়ে ডেকে এনেছি প্রেসিডেন্সিতে তাঁর ‘রামায়ণী মহাভারতী’ বইটি নিয়ে কিছু বলার জন্য। ১৩ সেপ্টেম্বর ২০১৭ ‘জীবনানন্দ সভাঘর’ ভরা ছাত্রছাত্রী তাঁকে পেয়ে উজ্জীবিত হয়েছিল খুব, স্বাক্ষর নিয়েছিল অনেকেই। ঐ নাটকের একটি ভিডিও আমাকে উপহার দিয়েছিলেন তিনি, যার অংশবিশেষ সেদিন দেখানো হয়। কিছুদিন পর তাঁর আমন্ত্রণে ঐ আকাদেমিতেই আমরা দলবেঁধে দেখতে যাই ‘গল্প হেকিমসাহেব’। কিন্তু সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি কখনো। সুভদ্র মানুষটি বক্তৃতা দিয়ে আসার পরদিন সকালে আমাকে ফোন করে জানতে চেয়েছেন, উনি আমাদের উপযোগী করে বলতে পেরেছেন কিনা! পরবর্তীকালে অনিয়মিত হলেও ফোনে বা মেসেজে যোগাযোগ ছিল। বলেছিলেন, ‘সক্রেটিস’ নিয়ে লেখা নতুন নাটকটি শারদীয়া আজকাল-এ পড়ে মতামত জানাতে। ২০১৮ সালে অসুস্থতার কারণে আমার পুত্রের অন্নপ্রাশনে সশরীর আসতে না পারলেও শুভাশিস জানিয়েছিলেন, ওকে নিয়ে একদিন আসতে বলেছিল ওঁর সল্টলেকের বাড়িতে। সেই বাড়িতে দ্বিতীয়বার সপরিবার যাব যাব করেও যাওয়া হয়নি, তবে আমার স্ত্রী-পুত্রের সঙ্গে ওঁর সাক্ষাৎ হয়েছিল পয়লা বৈশাখে দে’জ পাবলিশিং-এর বিদ্যাসাগর টাওয়ারের নতুন দোকানে। ছবিও তুলেছিলাম একাধিক সেদিন, সেই শেষ দেখা। তাঁর স্নেহভাজন বিশ্বজিৎ কোনার সম্পাদিত একটি সংকলনে ‘যা নেই ভারতে’ নিয়ে বড় একটি প্রবন্ধ লিখেছি বছরখানেক আগে, একই বিষয় নিয়ে লিখেছিলাম প্রয়াত অধ্যাপক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত একটি সংকলনেও। তাঁর ধারাবাহিক ‘মনোজাগতিক’ নিয়ে মাঝেমধ্যে হোয়াটস্যাপে পাঠক-প্রতিক্রিয়া জানাতাম, উত্তরে লিখেছিলেন ‘নিয়মিত ধারাবাহিক টেনে নিয়ে যাওয়া বেশ কঠিন কাজ, ঋতম্’। মেসেজ পেয়ে কখনো বা ফোন করে জানতে চাইতেন, ‘কেমন আছ?’ আমার বাবার জন্মদিন আর তাঁর জন্মদিন একইদিনে ২২ ডিসেম্বর। তাঁকে একবার বলেছিলাম সেকথা, তারপর থেকে জন্মদিনে প্রণাম ও শুভেচ্ছা জানালেই ‘বাবা কেমন আছেন’ - জানতে চাইতেন। আবার একটা ডিসেম্বর এসে গেলো, তবে বাবার জন্মদিন ফিরে এলেও একইসঙ্গে প্রিয় মনোজ মিত্রকে আর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানোর সুযোগ পাব না আর, একথাই মনে হচ্ছে বারংবার। তাঁর মৃত্যুর পর ১৪ নভেম্বর বিকেলে প্রেসিডেন্সিতে নাটক বিশেষপত্রের ছাত্রছাত্রীরা বাংলা বিভাগে একটা স্মরণসভার আয়োজন করেছিলো ছোট করে। বিভাগীয় প্রধান উত্তমদার সঙ্গে আমিও ছিলাম সেখানে। সেখানে নানারকম স্মৃতি উঠে এসেছিলো আমাদের কথোপকথনে। প্রেসিডেন্সিতে বক্তৃতারত কিছু ছবিও দেখানো হয় তাঁর। তবে সেদিন শেষ কথা হিসেবে যা বলেছিলাম, তা এখানেও বলি : ছিয়াশি বছর বয়সে তাঁর এই মৃত্যুতে আর শোক নয়, তাঁকে নিয়ে নিরন্তর চর্চা ও পুনরাবিষ্কারই শ্রী মনোজ মিত্রের প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধার্ঘ্য হওয়া উচিত, মনে করি।।
স্মৃতিচারণ ও ছবি : ঋতম্ মুখোপাধ্যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন