মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সৃশর্মিষ্ঠা-র কবিতা

মৃত মৎস্য মেয়ে 

তোমার গহনে জলের ধর্ম
জল সইতে যাওয়া বিবাহ সকাল 
সকালের ব্রহ্মাণ্ডে ধবল উৎসব 
ভীত নিশিডাক
আগলহীন উল্লসিত ঘাট
ঘাটের ধারেই তোমার অগাণিতিক শরীরের 
কুফল যেটুক। নৈঃশব্দের সুফল যৌনাঙ্গ। 
মাফিয়া মাছি বসে...ওড়ে

তোমার অরাজনৈতিক প্রতিক্রিয়াহীন ক্রিয়া
পৃথিবীর ইশারা বোঝে না। 
তোমার কঠিন টুকরোটি
জলের তৃতীয় নয়নের মতো, বেঁচে থাকে 
একাকী কিষাণের মৌন আবাদ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন