মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

ফ্ল্যাশব্যাক অর্থে

শহর একটি প্রাপ্ত অভিজ্ঞান হয়ে

লক্ষ করতে থাকে

কেমন

ঝাঁকে ঝাঁকে বেলুন উড়ছে

ফ্ল্যাশব্যাক অর্থে

গভীর লিখতে লিখতে যে বয়েস

একটা

বহুমাত্রিক শব্দ হয়ে

এই তৎসম হল ধাতু হল ক্ষণ

আর তখন

স্ক্রিন ছিঁড়ে

কথাবার্তার একদম মাঝখান বরাবর

একটা সাইকেল

ফিরে আসে আর চলে যায়...

 

৪টি মন্তব্য:

  1. একটি চমৎকার কবিতা। এই কবিতার ভাষা আমাদের ভিন্ন এক জগতের সন্ধান দেয়। অনবদ্য কবিতা।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি কে জানি না। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই। --- নীলাব্জ

      মুছুন
  2. খুব ভালো লেখা একটি কবিতা পড়লাম।

    উত্তরমুছুন