মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বজিৎ রায়-এর কবিতা

কাটাকুটি 

সোমাকে ভালবাসতে বাসতে মৃণালের ভালবাসা

একদিন ফুরিয়ে গেল,

সুমিতকে ভালবাসতে বাসতে সঙ্গীতার ভালবাসা

একদিন ফুরিয়ে গেল –

এরপর দেখা গেল, মৃণাল চলে গেছে সঙ্গীতার কাছে, আর

সোমা চলে গেছে সুমিতের কাছে ---

এরপর নতুন করে আবার তাদের ভালবাসা জন্ম নিল,

ছোট থেকে বড় হলো, অনেক আলো জ্বলল,

হাসাহাসি, নাচানাচি, ঘোরাঘুরি হলো ---


অনেক বছর কেটে যাওয়ার পর

এখন আবার মৃণাল খোঁজে সোমাকে,

সঙ্গীতা খোঁজে  সুমিতকে ---

টিভি দেখতে দেখতে, মলে বাজার করতে করতে,

রেস্তোরাঁয় খেতে খেতে, বাড়ির কাজ করতে করতে,

রাতের বিছানায় অন্ধকারে পাশাপাশি শুয়ে

একে অপরকে খুঁজে বেড়ায়…

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন