মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তীর্থপ্রসাদ মুখার্জি-র কবিতা

দেবতার ক্রোধ

 

দেবতা তাঁর  চক্রব্যূহটি এঁকে রাখে -  

জলের স্রোত মানুষকে টানে বিপাকে;  

কিছু সুখের উচ্ছাসে  সদর্পে হয়ত  

মাথা তোলে মোহের সন্তান -  দুর্বিনীত 

নর! কথা, সংলাপের  যে ভাব  সীমা

থাকে – প্রতিবাকের যে নরম সুষমা -    

তার পালন না হলে – কোন অনুকম্পা 

করে না দেবতা। তাঁর ক্রোধে নেই ক্ষমা।

দৈবের কোপ  মারে  সুজন মানুষকে,  

যে ভালো সেও মন্দেরই  সাথে নরকে

প্রবেশ করে।  শাবক!  সে-ও,  তন্বী -     

ম’রে যায়  –  তারও গন্তব্য আদি অগ্নি!  

একই  মৃত্যুডঙ্কা যে বাজে  দিনে  রাতে 

জীবন চরাচরে ছায়াবৃত  অস্তিত্বে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন