মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কৌশিক সেন-এর কবিতা

কবি ও পাঠক

যদি বলি, ছবি আঁকি
তুমি বল, জল
মেঘের তরুণ ভাগে ব্যস্ত কাজল।

যদি বলি, মেধা লিখি
তুমি বল, রীত 
ওখানে অশ্রু জমে, ভেজা নৈর্ঋত। 

যদি বলি, চোখ ভাবি
তুমি বল, হ্রদ
ব্যথার চতুষ্কোণে চেনা শরহদ।

যদি বলি,  দিন গুনি
তুমি বল, তারা
শরতের আবডালে নিঠুর দোতারা।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন