রবীন্দ্র সরকার
আকাশখানি যখন রঙিন হয়
বৃদ্ধাশ্রমের তিনজন বৃদ্ধ
নদীতীরে এসে বসে
নিজেদের প্রতিবিম্বের দিকে তাকায়
ভাঙাচোরা মুখগুলিতে ইতিহাসের কতই না ভাঁজ
সময়ের আঁকিবুঁকি, ক্ষতচিহ্নগুলো
আজও দীপ্তিমান, ভিতরে
অহরহ রক্তপাত।
সূর্যোদয় হলে পুবের বাতাস বলে
লেকের জলে জলতরঙ্গ বাজে
সন্তান-সন্ততির ছবিগুলো
একে একে ভেসে ওঠে
একটা দীর্ঘ দুঃখের দীর্ঘনিঃশ্বাস পাকা পাতাগুলোকে
উড়িয়ে নিয়ে যায়
পাশের অন্ধ কুঠুরির দিকে।
সূর্যাস্তের সময় তিনজন বৃদ্ধ
বসে থাকে কারও প্রতীক্ষায়
খামে ভরা গোধূলির চিঠিখানা
কোনওদিনই আসে না, অন্ধকারে
হাতড়ে বেড়ায় অন্তরে
দূরে যমকুলি পাখি একটা ডাকে
বৃদ্ধাশ্রমের তিনজন বৃদ্ধের
ভাঙাচোরা মুখগুলো মাটিতে পড়ে থাকে।
[আধুনিক অসমিয়া সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি রবীন্দ্র সরকার ১৯৪১ সালের ৭ আগস্ট আসামের গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন। অতি সম্প্রতি গত ২ সেপ্টেম্বর ২০২৩-এ ৮২ বছর বয়সে তিনি কলকাতায় প্রয়াত হন। 'সত্তরর পদাতিক' কবি রবীন্দ্র সরকার 'ধূলিয়রি ভরির সাঁচ' কাব্যগ্রন্হের জন্য ২০১৩ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। অসমিয়ার সঙ্গে তিনি বাংলায়ও কাব্যচর্চা করেছেন। এই দুই ভাষায় রচিত তাঁর গ্রন্হের সংখ্যা প্রায় চল্লিশ। অনুবাদক এবং প্রাবন্ধিক হিসাবেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। কবি হিসাবে তিনি ছিলেন সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন