রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মামুন মুস্তাফা-র অনুবাদ কবিতা

জাকারিয়া মোহাম্মদ

বাড়ি

পাখিগুলো আমার মাথার ওপর দিয়ে দ্রুত উড়ে গেল

তাদের ঠোঁটে ছিল তাদেরই ঘর তৈরির লাঠি

আমার বাড়ি এখনও তৈরি হয়নি

আমি এখনো রোদ-বৃষ্টির দেশে বাস করি


পাখিগুলো লাঠি নিয়ে চলে যায়

যখন শিশুটি ছিলাম তখন

আমি ব্যর্থ হয়েছি বলতে –––

-মা--বা-ড়ি


দেশত্যাগ 

তারা সব চলে গেছে
উত্তরে সেই জায়গার দিকে
যেখানে ঘাস জন্মে
তাদের স্তনের উচ্চতা পর্যন্ত
তাদের বাচ্চাদের জামাকাপড়ের টুকরো
এবং তাঁবুর খুঁটি
পেছনে ফেলে তারা চলে গেছে

তারা চলে গেছে
খচ্চরের পিঠে তাদের সন্তান
তাদের যুবকেরা ঝুড়ি বহন করছে
এবং তাদের ভেড়ার ঘণ্টা
তারা ছিল মেঘের মতো
যেন ওই স্বর্গে আরোহণ
অথচ যতই তারা জমিতে দাঁড়াতে চেয়েছিল
ততই তাদের ছায়া দীর্ঘ হলো
এবং শরণার্থী শিবিরে ফিরে গেল

তাদের কুকুরগুলো ছিল নীরব
তারা অভিবাসী জনতাকে ছাড়িয়ে যাবে
                                এরপর থামবে
তাদের চোখ দেখছে চলমান ছায়া
যেন অন্ধকার নদীর মতো
তারা পেছন দিকে দৌড়াচ্ছে

[জাকারিয়া মোহাম্মদ একজন ফিলিস্তিনি কবি, সাংবাদিক, সম্পাদক এবং গবেষক ছিলেন। এই কবি ১৯৫১ সালে নাবলুসে জন্মগ্রহণ করেন এবং বাগদাদ বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য অধ্যয়ন করেন। তিনি প্রাক-ইসলামিক আরব উপদ্বীপের ইতিহাসে বিশেষজ্ঞ। জাকারিয়া মোহাম্মদের দ্য ক্রো’স ডেট-সহ নয়টি কবিতার সংকলন রয়েছে। তাঁর লেখা ইংরেজি এবং কোরিয়ান ভাষায় অনুদিত হয়েছে।

তাঁর কবিতা প্রকাশনা ছাড়াও ১৯৯৬ সালে প্রথম উপন্যাস এবং ১৯৯৯ সালে নাটকের একটি সংকলন প্রকাশিত হয়। জাকারিয়া মোহাম্মদের কবিতা আধুনিকতাবাদী আরবি কবিতার অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তিনি কলম্বিয়ায় ১৯৯৯ সালের মেডেলিন আন্তর্জাতিক কবিতা উৎসবে এবং ২০০১ সালে প্যারিসে আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট কবিতা উৎসবে অংশগ্রহণ করেন। আধুনিক আরবি কবিতার এই অন্যতম পথিকৃৎ ২০২৩ সালের আগস্টে ইহধাম ত্যাগ করেন।]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন