সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

একজন ডার্ক অভ্যাস

দ্রুত এই আঙুল পর্যন্ত শুধু আমি

পড়ে যেতে যেতে

দেখতে পাচ্ছি

একজন ডার্ক অভ্যাস

ভাষায়

আর

রাত বারোটায় আমি লিমকার বোতল

একটা মুভির ভেতর

একটা দেওয়ালের ভেতর

এই কাঁচের ওপর

খুব শক্ত একটা স্বাদ লিখছি ঈষৎ

যখন নৌকোর চোখে নৌকো

লেগে যাচ্ছে

অর্থাৎ পর্দার সবটা জুড়ে

বৃষ্টি পড়ছে এখন...

 

৪টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. পাঠ ত মন্তব্যের জন্য অজস্র ধনবাদ সমীরণদা...

      --- নীলাব্জ

      মুছুন
    2. আমার চোখ একেবারে গেছে! পাঠ ও মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ সমীরণদা...

      --- নীলাব্জ

      মুছুন