নিক্কি জ্যোভান্নি (Nikki Giovanni)
কৃষ্ণ ইতিহাসের মাস
কৃষ্ণ ইতিহাসের মাস যদি
মেনে নেবার মতো না হয়
তবে বাতাস বীজ বহন করে না,
তাকে ফেলে না
উর্বর মাটিতে
বৃষ্টি জমিকে
করে না রসসিক্ত
আর বীজগুলিকে উৎসাহ দেয় না
অঙ্কুরিত হতে
সূর্য উষ্ণ করে না
পৃথিবীকে
আর অঙ্কুরগুলিকে চুম্বন করে
স্পষ্ট ভাষায় বলে না,
অন্য সকলের সমান মূল্য আছে তোমাদের
তোমাদেরও স্থান আছে এখানে
অভ্যাস
আমি এত বেশিদিন কবিতা লিখিনি
যে আমি হয়তো বা ভুলে গেছি কীভাবে লেখা
যদি না কবিতা লেখা
সাইকেল চালানোর মতো হয়
অথবা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার মতো
অথবা তোমাকে ভালোবাসার মতো
হতে পারে এ এমন এক অভ্যাস যা একবার রপ্ত হলে
আর কখনো হারায় না
কিন্তু তুমি বলো আমি বোকা
তুমি অবশ্যই আমাকে ভালোবাসো
কিন্তু অবশ্যই ভালোবাসা
তো ঠিক এইজন্য ভালোবাসা
অথবা এ সত্বেও ভালোবাসা
অথবা ভালোবাসা নয়
তুমি যদি আমাকে ভালোবাসো কেন
আমি এত নিঃসঙ্গ বোধ করি
আর কেনই বা আমি সবসময় জেগে উঠি একা
আর কেন আমি অভ্যাস করে নিচ্ছি
তোমার ভালোবাসা না পাওয়া
আমি তো তোমাকে কখনও এভাবে ভালোবাসিনি
[নিক্কি জ্যোভান্নি (Nikki Giovanni)
দিদি ডাকতেন নিক্কি বলে, আর সেই নামেই পৃথিবীবিখ্যাত হলেন কবি ইয়োল্যান্ডা কর্নেলিয়া নিক্কি জ্যোভান্নি। ১৯৪৩ সালে টেনেসির নক্সভিল-এ তাঁর জন্ম। কিছুটা বিদ্রোহী কৈশোরে ফিস্ক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাঠক্রমে ভর্তি হয়েও তিনি সেখান থেকে বিতাড়িত হন কর্তৃপক্ষের রক্ষণশীল
মানদন্ডে অনুপযুক্ত বিবেচিত হয়ে। কিন্তু চার বছর পর সেখানেই ফিরে নানা ধরণের সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হন, এবং কৃতিত্বের সঙ্গে ইতিহাসে স্নাতক হন।
কৃষ্ণশক্তি আন্দোলন (Black Power Movement) ও কৃষ্ণকলা আন্দোলনের (Black Arts Movement) সঙ্গে প্রথম থেকেই গভীর যোগ ছিল নিক্কি জ্যোভান্নির, আর তাই তাঁর প্রথমদিকের কবিতায় আমরা এক বিদ্রোহী এমনকি লড়াকু স্বর শুনি। তাঁর প্রথম দুটি কবিতার বই, ব্ল্যাক ফীলিং, ব্ল্যাক টক, আর ব্ল্যাক জাজমেন্ট-এ এক দৃঢ় প্রতিবাদী কন্ঠস্বর শোনা যায়। তাঁকে তাই কেউ কেউ ‘কৃষ্ণ বিপ্লবের কবি’ বলেছেন। কিন্তু জাতিগত সাম্যের সঙ্গেই তিনি লৈঙ্গিক সাম্যের কথাও জোরগলায় বলেছেন। তবে এর পরে তাঁর কবিতায় এক ভিন্ন সুর শোনা যায়। বিয়ে করেননি নিক্কি, কিন্তু একটি সন্তানের জন্ম দিয়ে একাই তাকে বড় অরে তোলেন, আর তার পরেই তাঁর কবিতায় একাকিত্ব, আশাভঙ্গের বেদনা, এবং পারিবারিক স্নেহের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাচ্চাদের জন্যও বেশ কিছু বই লেখেন নিক্কি।
তাঁর সাহিত্যকৃতির জন্য প্রচুর পুরষ্কার ও সম্মান পেয়েছেন জ্যোভান্নি, আর তিনি দুটি আমেরিকান বিশ্ববিদ্যালয়েও কৃতিত্বের সঙ্গে শিক্ষাদান করেছেন। সাতাশটি বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক উপাধি প্রদান করেছে।]
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনচমৎকার অনুবাদ আর অভ্যাস কবিতা টি অসাধারণ। 🚩
উত্তরমুছুন