রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এই সংখ্যার কবিঃ কবি নীলাব্জ চক্রবর্তী


 


কবি নীলাব্জ চক্রবর্তী

জন্ম  অগাস্ট ১৯৭৭

 

প্রকাশিত বই 

 

·           পীত কোলাজে নীলাব্জ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক)

·           গুলমোহর... রিপিট হচ্ছে (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্)

·           প্রচ্ছদশিল্পীর ভূমিকায় (জানুয়ারি ২০১৪, কৌরব)

·           লেখক কর্তৃক প্রকাশিত (জানুয়ারি ২০১৭)

·           আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন (জানুয়ারি ২০১৮, ঐহিক)

·           কোনও চরিত্রই কাল্পনিক নয় (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)

 

ভালোলাগা  গানের পুরনো আর কবিতার নতুন।

স্বপ্ন  মনের মতো একটা শর্ট ফিল্ম তৈরী করা।




কাট আপ

পালক ছেড়ে আসা

আলো

কি একটা গতি

দূরে             

দূরে

ক্রিয়া হতে হয়

আপেল ধ্বনির স্মৃতি

যে বলবয়

ম্যহসুস শব্দটার ঘ্রাণ

ফিরে আসছে কাগজের নামে

কাট আপ

গায়ে গায়ে গাছখোদাই করা

ক্যামেরার ছায়ায় ক্যামেরা

সরে বসছে...


দূরত্ব


স্মৃতি

তাহলে এক ডায়াগোনাল অভ্যাস

ঘুম হয়ে

এই কফিশপ

কেমন ব্লার হচ্ছে

ভালবাসা শব্দটা

ছাপ মারছে

ছাপ মারছে

রঙিন হরফের গায়ে পরপর

তবু

গাছের পর গাছে

একটা মুখোশের থেকে আরেকটা মুখোশের দূরত্ব

ফিল করছে

স্লিপারি একটা টপভিউ

ছায়া বদলে নিচ্ছে কার...



স্মৃতি বদলে বদলে


জ্বরবর্ণ একটা

ঊত্তল হচ্ছে

দেওয়ালের গায়ে পুরনো হিন্দী গান

ঘষে ঘষে

দুটো আয়নায় দুরকম

ক্লোজ করছে

মরিয়ম নামের দূর

ডার্ক

স্মৃতি বদলে বদলে

ক্ষতের পরিভাষায়

আরও চোখ

আরও আরও ক্রস-সেকশন লং-সেকশন

পাখি পর্যন্ত

এই...


ভাষা খুলে চলে যাওয়া

মুদ্রা পর্যন্ত

অনুমান করতে পারছি

এই প্রাচীন জনপদের স্থা ধাতু

অর্থাৎ

গলে যাওয়া হরফ

হালকা হালকা ল্যাদে

বৃষ্টির ওপর বৃষ্টি পড়ছে

জন্মদিনের ওপর

শিরার ওপর

আমি তার নাম

অনুমান করতে পারছি

একটা যতিচিহ্নের মতো

ভাষা খুলে চলে যাওয়া

নির্লিপ্তি

নির্লিপ্তি এন দশমিক শূন্য

দীর্ঘ দীর্ঘ বাক্যের ভেতর ভেতর

ক্রস-রুট হচ্ছে...



ফলিত স্মৃতি

ধীরে

প্যাঁচানো একটা সিনট্যাক্স

চার নম্বর দেওয়াল

ভেঙে

ফলিত স্মৃতি মানে

একটা ডায়াগোনাল অভ্যাস

বারবার

ফল করতে করতে

অস্পষ্ট

একটা ধাতব ঋতুর গভীরতায়

কোনও কোনও কাঁচ

জনস্বার্থে প্রচারিত

একটা ভারী বেলুন

নেমে আসছে

স্লাইস-কাটা দিন...


কবিতা ডিটারজেন্ট পাউডার

নীল দাগে

কেমন সিনট্যাক্সের লাল

পড়ছে

ফেনা ফেনা রোদের ভেতর

নিরাবেগ

একটার পর একটা পংক্তি

নিরাবেগ

ভারী হরফের মতো

কমলা দস্তুর

ফর্মাল সব বিনিময় জুড়ে

গাছেদের বোতাম উঠেছে সাদাকালো

এই নির্মীয়মাণ চোখ বরাবর

চারটে মাত্রা পরপর

মানে

একটা স্বচ্ছ ভাষার এপার-ওপার দেখা গেল...

 






২টি মন্তব্য: