তরুণ মুখোপাধ্যায়
দু’দিক থেকেই তীর ছুঁড়েছে তীরন্দাজ
কোথায় যাব?
তমসাতে করুণালীন বাল্মীকি আজ
কোথায় পাব?
‘মা নিষাদ; সেই মন্ত্র ও শাপ ব্যর্থ হলো
সবাই জানে,
তবু আমার বুকের তৃষ্ণা টলোমলো
কিসের টানে
বোঝার আগে, জানার আগে বিদ্ধ হলাম
ব্যাধের হাতে
archers shot arrows from two sides
where should I go?
in such night a valmiki melted in mercy
where would I find?
ma nishad, the mantra and curse had failed
all knew
but my heart’s ebb and flow
will still renew
I am shot before I could understand or see
by a hunter’s hand
I feel alone and lost in this darkness
জলের পাঁচালি
এসো, একযোগে জলমঙ্গলকাব্য লিখি –
এসো, আমজনতার কানে পড়ি
জলপুরাণের গল্প;
বৃষ্টিফোঁটার মতো মিশে যাই জলে
জলের ঢেউয়ের মতো সবাই এগিয়ে যাই
জলের মতন সবাই
সহজ হই
স্বচ্ছ হই
সুন্দর হই
জলের পাঁচালির সুরে সকলেই সুর মেলাই –
এসো, জলের মতন ঘুরে ঘুরে কথা বলি।
Ballad on Water
Come, let us write the ballad on water
Come, let us pour into the ears of the people
the myth of water
Dissolve like rain drops in the water
Like waves of water let us move forward
Let all of us like water
be simple
be clear
be beautiful
Let us sing along with the song of water
Come let us talk to each other like turning water
[ড. তরুণ মুখোপাধ্যায় (১৯৫৬) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন সিনিয়র প্রফেসর। কবি ও বিশিষ্ট প্রাবন্ধিক। মূলত আধুনিক কবিতা ও কাব্যনাট্য বিশেষজ্ঞ। দ্বিশতাধিক গ্রন্থের লেখক, এছাড়া একাধিক ছোট পত্রিকার নিয়মিত লেখক। একাধিক বেসরকারি পুরস্কারে সম্মানিত।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন